ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চেন্নাইয়ে ফের বৃষ্টি, প্লেন উঠা-নামা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
চেন্নাইয়ে ফের বৃষ্টি, প্লেন উঠা-নামা বন্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি না হতেই ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে ফের হানা দিয়েছে বৃষ্টি।

তুমুল বৃষ্টির কারণে চেন্নাই বিমানবন্দর থেকে ফের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।



রোববার (০৬ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

দেশটির আবহাওয়া দফতর জানায়, আগামী কয়েকদিন এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরইমধ্যে বৃষ্টি শুরু হয়েছে পুদুচেরিতে। ‍

এদিকে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরটি রোববার খোলার কথা ছিল। কিন্তু নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় ফের বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ফ্লাইট।

সন্ধ্যায় ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ফের বৃষ্টির কারণে চেন্নাই বিমানবন্দর থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট উঠা-নামা থাকবে।

এর আগে আকস্মিক বন্যার কারণে গত মঙ্গলবার (১ ডিসেম্বর) বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে শনিবার (০৫ ডিসেম্বর) কিছু সময়ের জন্য চালু করা হয় বিমানবন্দরটি।

তবে কোনো বেসামরিক যাত্রীবাহী প্লেন এ সময় উঠা-নামা করেনি। চারটি ত্রাণবাহী পরিবহণ প্লেন অবতরনের পরপরই বিমানবন্দরটির কার্যক্রম ফের বন্ধ করে দেওয়া হয়।

টানা বৃষ্টির ফলে সৃষ্ট এ বন্যায় চেন্নাইয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমএ/

** চেন্নাইয়ে ফের বৃষ্টির হানা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।