ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় আইএস কমান্ডারসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
সিরিয়ায় বিমান হামলায় আইএস কমান্ডারসহ নিহত ১১ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার রাকা শহরে বিমান হামলায় মঙ্গলবার ইসলামিক স্টেটের (আইএস) এক কমান্ডারসহ ১১ জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু জঙ্গিও রয়েছে।



যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি জোট এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (০৯ ডিসেম্বর) দেশটির অবজারভেটোরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। তবে নিহতরা কোন দেশের নাগরিক প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

আইএস দমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ অভিযানে রাকা শহরে প্রায়ই এমন বিমান হামলা চালানো হয়।

এর আগে সোমবার (০৭ ডিসেম্বর) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আল-হোল এলাকার একটি গ্রামে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বিমান হামলায় কমপক্ষে ২৬ বেসামরিক লোক নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় হতাহত হয়েছেন কমপক্ষে সাত শিশু ও চার নারী।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫/ আপডেট: ০৯৪৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।