ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
পাকিস্তান যাচ্ছেন মোদি ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী বছর পাকিস্তান সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলনে অংশ নিতে সেখানে যাবেন তিনি।



ইসলামাবাদ সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বুধবার (৯ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে এ কথা জানান। ‘আফগান সম্মেলনে’ অংশ নিতে পাকিস্তানে আছেন সুষমা।

তিনি বলেন, আগামী বছর ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদ সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ এশিয়ার আটটি দেশের  সহযোগিতা সংস্থাটির এ সম্মেলনে অন্য সদস্যগুলোর রাষ্ট্র বা সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনে যোগ দেবেন তিনি।

সবকিছু ঠিক থাকলে এক দশকেরও বেশি সময় পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পাকিস্তান সফর করবেন। এর আগে, ২০০৪ সালে সেসময় আয়োজিত সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে পাকিস্তান সফর করেছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।

সুষমা স্বরাজ জানান, নরেন্দ্র মোদির সঙ্গে এ সফরে তিনিসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা যাবেন।

গত জুলাইতে রাশিয়ায় অনুষ্ঠিত একটি সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ও পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ওই বৈঠকে মোদিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান নওয়াজ। সার্ক সম্মেলনে অংশ নিতে সে আমন্ত্রণ গ্রহণও করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

কিন্তু এরমধ্যে সীমান্তে (লাইন অব কন্ট্রোল) কয়েক দফা উত্তেজনা ও গুলিবিনিময়ে বেশ কিছু প্রাণহানির ঘটনায় মোদির সফর অনিশ্চয়তায় পড়ে। এই পরিস্থিতিতে ক’দিন আগে ব্যাংককে ভারত-পাকিস্তান নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে ‘গোপন’ বৈঠক হয়। ওই বৈঠকেরই ফল হিসেবে সুষমা প্রধানমন্ত্রীর এ সফরের খবর দিলেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।