ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে নির্বাচিত হলেন নারী কাউন্সিলর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
সৌদি আরবে নির্বাচিত হলেন নারী কাউন্সিলর

ঢাকা: সৌদি আরবে মিউনিসিপ্যাল নির্বাচনে প্রথমবারের মতো এক নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সালমা বিনতে হিজাব আল ওয়াতৈয়বি নামে ওই নারী মক্কা প্রদেশের একটি আসনে শনিবারের (১২ ডিসেম্বর) ভোটাভুটিতে কাউন্সিলর নির্বাচিত হন।


রোববার (১৩ ডিসেম্বর) সালমাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

সংবাদমাধ্যম জানায়, সৌদি আরবের মক্কা প্রদেশের মিউনিসিপ্যাল নিবাচনকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কেননা সৌদি আরবের অতিরক্ষণশীল ইসলামী শাসনব্যবস্থায় এবারই প্রথমবারের মতো নির্ব‍াচনে অংশ নেওয়া ও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন নারীরা।

সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় অপেক্ষাকৃত কম ক্ষমতার মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন।

খবরে বলা হয়, এবারের নির্বাচনে ৯৭৮ জন নারী প্রার্থী অংশ নেন। আর পুরুষ প্রার্থী ছিলেন ৫ হাজার ৯৩৮ জন।

শনিবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশটির প্রায় এক লাখ ৩০ হাজার নারী ভোটার নিবন্ধন করেন। পুরুষ ভোটার রয়েছেন প্রায় সাড়ে ১৩ লাখ।

এখনও নির্বাচনের ভোট গণনার কাজ চলছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে নির্বাচনে প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন সালমা আল-রাশেদ। এর মাধ্যমে সৌদি আরবের ইতিহাসেরও অংশ হয়ে গেছেন তিনি। কারণ দেশটির ইতিহাসে তিনিই প্রথম নারী ভোটার।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালমা আল-রাশেদ বলেন, দারুন লাগছে। ‘পরিবর্তন’ অনেক বড় একটা শব্দ।

সৌদি আরবে নির্বাচন খুবই বিরল একটি ঘটনা। এ পর্যন্ত মোট তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ১৯৬৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ৪০ বছরে দেশটিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

কর্তৃপক্ষ বলছে, সৌদি বাদশাহ আব্দুল্লাহর সদিচ্ছার কারণেই নারীরা এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন। গত জানুয়ারিতে মৃত্যুর আগে দেশের সুরা কাউন্সিলে ৩০ জন নারী সদস্য নিয়োগ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।