ঢাকা: জলবায়ু চুক্তি আসলে ‘পৃথিবীর স্বাস্থ্যবীমা’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ‘কপ-২১’ সম্মেলন থেকে ফিরে সোমবার (১৪ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
অংশ নেওয়া দেশগুলো এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে মন্তব্য করে এ সময় তিনি বলেন, এবারই প্রথম সম্মেলনে সবগুলো দেশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একমত হয়েছে।
বান কি-মুন বলেন, সবার ভালো ও জোটবদ্ধতার প্রশ্নে প্যারিস চুক্তি আসলে জনগণের বিজয়। পৃথিবীর স্বাস্থ্যবীমা এটি।
গত ৩০ নভেম্বর প্যারিসে শুরু হয় জলবায়ু সম্মেলন। আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন ‘কপ-২১’ নামে পরিচিত। গত ১১ ডিসেম্বর এটি শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ১২ ডিসেম্বর। শেষ দিন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চুক্তির একটি খসড়া চূড়ান্ত করেন অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিরা। এ সম্মেলনে ১৯৬টি দেশ যোগ দেয়।
এতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে ও ২০২০ সাল থেকে প্রতি বছর উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফান্ড গঠনে ১০০ বিলিয়ন ডলার (৭ লাখ ৮০ হাজার ৬৫০ কোটি টাকা) দিতে হবে বলে একমত হয় সবগুলো পক্ষ।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএইচ