ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে সংঘর্ষে এক সপ্তাহে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ফিলিপাইনে সংঘর্ষে এক সপ্তাহে নিহত ১৮ ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনী ও আবু সায়াফ জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৫ জন বিদ্রোহী ও তিনজন সেনা সদস্য।



বুধবার (১৬ ডিসেম্বর) ফিলিপাইন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র মেজর ফাইলমন বলেছেন, চলতি সপ্তাহের শুরুর দিকে সেনাবাহিনী বাসিলান দ্বীপের আল-বারকা পৌর এলাকায় আবু সায়াফ জঙ্গিদের ক্যাম্পের দিকে অগ্রসর হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ সংঘর্ষে আরও অন্তত সাত জঙ্গি ও ১৩ সেনা আহত হয়েছেন। সেনাদের অধিকাংশই জঙ্গিদের স্নাইপার শটে হতাহত।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্ট, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।