ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক যাত্রী নিয়ে জাহাজডুবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক যাত্রী নিয়ে জাহাজডুবি ছবি : সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে।

শনিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০ টার দিকে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) সুলাওয়েসি দ্বীপের দক্ষিণ সুলাওয়েসির ওয়াজো এলাকার কাছে জাহাজটি ডুবে যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।



জাহাজটি সুলাওয়েসির কোলাকা বন্দর থেকে দক্ষিণ সুলাওয়েসির উদ্দেশে রওনা হয়েছিল। এতে ১০৮ জন যাত্রী ছিল বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। অপর একটি সংবাদমাধ্যম দাবি করেছে, জাহাজটিতে ১২২ জন যাত্রী ছিলেন।

দক্ষিণ সুলাওয়েসি পুলিশের জনসংযোগ বিভাগের প্রধান কমিশনার ফ্রেন্স বরাং জানিয়েছেন, জাহাজটিতে ৯৪ জন নারী-পুরুষ ও ১৪ জন শিশু ছিল। ওয়াজো’র শিভা বন্দর থেকে ১২ মাইল দূরে এটি ডুবে যায়।

অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান ফ্রেন্স।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫/আপডেট: ২১১১ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।