ঢাকা: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা ৪৯ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মেক্সিকোর দক্ষিণাঞ্চল ট্রেস পিকস থেকে ১১ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে ইউএসজিএস।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আরএইচএস