ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিধস

নিখোঁজের সংখ্যা বেড়ে ৯১, তদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
নিখোঁজের সংখ্যা বেড়ে ৯১, তদন্তের নির্দেশ ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলে ভূমিধসের ঘটনায় নিখোঁজের সংখ্যা বেড়ে ৯১ জন হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ঘটনা তদন্তে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রিমিয়ার লি কিকুয়াং।



স্থানীয় সময় রোববার (২০ ডিসেম্বর) ভূমিধসের ওই ঘটনায় প্রাথমিক ৪১ জন নিখোঁজের কথা বলা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৮ জনকে উদ্ধার করা হয়।

সকাল ১১টা ৪০ মিনিটে দেশটির গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে লিউক্সি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে।

পেং জিনজিন ‍ নামে এক গ্রামবাসী বলেন, ‘উঁচু স্রোতের’ মতো কাদা আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমি দৌড়াতে লাগলাম। একটা সময় মনে হলো, কাদার নিচে চাপা পড়বো।

শেনজেন ভাইস মেয়র লিউ কিংশেন সংবাদিকদের বলেন, কাদায় তিন লাখ আশি হাজার স্কয়ার মিটার এলাকা ঢেকে গেছে। কেনো কোনো এলাকায় কাদার উচ্চতা ১০ মিটার পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।