ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় এয়ার ইন্ডিয়ার প্লেনে জেট এয়ারওয়েজের বাসের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
কলকাতায় এয়ার ইন্ডিয়ার প্লেনে জেট এয়ারওয়েজের বাসের আঘাত ছবি : সংগৃহীত

ঢাকা: কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে জেট এয়ারওয়েজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এয়ার ইন্ডিয়ার থেমে থাকা একটি প্লেনে আঘাত হেনেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) দিকে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

আসামের সিলচর যাওয়ার কথা ছিল প্লেনটির।

প্লেনটিতে এ সময় কোনো যাত্রী ছিলেন না। এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। কারণ জানতে বাসটির চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে বলেও জানানো হয়েছে খবরে।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫/আপডেট ০৯৩৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।