ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে বিমানবন্দরে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ইস্তাম্বুলে বিমানবন্দরে বিস্ফোরণ, নিহত ১ ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের ইস্তাম্বুলে সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিস্ফোরণে এক গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক কর্মী।



বুধবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ২টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিট) এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, বিস্ফোরণের পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করেছে পুলিশ। আহত গ্রাউন্ড স্টাফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এক বিবৃতিতে সাবিহা গোকসেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্লেন ওঠানামায় কোনো প্রভাব পড়েনি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।