ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
সৌদি আরবে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু

ঢাকা: সৌদি আরবের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দর নগরী জাজান-এ একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১০৭ জন।



সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেটের এক টুইট থেকে হতাহতের এ সংখ্যা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বুধবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত আড়াইটায় আগুনের সূত্রপাত বলে ওই টুইটে জানানো হয়।

অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও হাসপাতালের প্রথম ফ্লোরে এর সূত্রপাত বলে ওই পোস্টে জানানো হয়। ফ্লোরটিতে ইন্টেনসিভ ইউনিট ও প্রসূতি ওয়ার্ড রয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে কর্তৃপক্ষ পৌঁছেছে। হাসপাতালটি পার্শ্ববর্তী ইয়েমেন সীমান্তের উত্তরে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫/আপডেট: ১১৩২ ঘণ্টা
জেডএস


** সৌদি আরবে হাসপাতালে অগ্নিকাণ্ড, হতাহতের আশঙ্কা



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।