ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্য হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।



খবরে বলা হয়, চলমান সংঘাতে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের হুয়ারা চেকপয়েন্টে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে রোববার মোহাম্মদ সাবানেহ (১৭) গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়।

একই সঙ্গে তার আত্মীয় নূর ইদ্দিন সাবানেহও (২৩) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।  

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৪১ জনের প্রাণহানি হয়েছে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ‘অবৈধ’ অনুপ্রবেশের দায়ে একটি বাস থেকে ১৯ ফিলিস্তিনের নাগরিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।