ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাইয়ে বহুতল ভবনে আগুন, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
দুবাইয়ে বহুতল ভবনে আগুন, আহত ১৪ ছবি: সংগৃহীত

ঢাকা: নববর্ষ উদযাপনের সময় দুবাইয়ের একটি বহুতল হোটেলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪ জন আহত হয়েছেন বলে সেদেশের সরকারের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।



বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘বুর্জ খলিফা’র খুব কাছে এক হাজার ফুট উঁচু এড্রেস হোটেলটি অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগ্নিকাণ্ডের কারণে পুরো ভবন ধোঁয়ায় আছন্ন হয়ে যায়। ওই ভবনের নিজস্ব অগ্নি নির্বাপক কর্মীরাসহ বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

দুবাই সরকারের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ওই ভবনের ২০ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৪ জন আহত হয়েছেন। তবে এদের মধ্যে কেউ গুরুতর নেই। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এসএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।