ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

২০১৫ সালে ইরাকে সাড়ে ৭ হাজার বেসামরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
২০১৫ সালে ইরাকে সাড়ে ৭ হাজার বেসামরিকের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: সহিংসতা, অস্ত্র নিয়ে সংঘাত ও সন্ত্রাসবাদে যুদ্ধবিধ্বস্ত ইরাকে ২০১৫ সালে সাড়ে ৭ হাজার বেসারমিক মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১৫ হাজার মানুষ।



দ্য ইউনাইটেড ন্যাশনস অ্যাসিস্ট্যান্স মিশন ফর ইরাক’র (ইউএনএএমআই) এক রিপোর্টে বিষয়টি উঠে এসেছে।

রিপোর্টে বলা হয়, শুধুমাত্র ডিসেম্বরেই প্রায় এক হাজার মানুষের প্রাণহানি হয়েছে, যার মধ্যে ৫০৬ জন বেসামরিক। এ মাসে ‍আহত হয়েছেন এক হাজার ২৪৪ জন, যেখানে বেসামরিক ৮৬৭ জন।

বছরজুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাগদাদ, যেখানে হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৪৮ জনের। এর মধ্যে বেসামরিক ২৬১ জন। আর আনবারে নিহত হয়েছেন ১২৪ জন।

সব মিলিয়ে বছরজুড়ে অস্ত্র নিয়ে সংঘাত ও সন্ত্রাসবাদে নিহত হয়েছেন ৭ হাজার ৫ম’ ১৫ জন বেসামরিক। আহত হয়েছেন অন্তত ১৪ হাজার ৮শ’ ৫৫ জন। যদিও এ সংখ্যা যাচাইয়ের নির্দিষ্ট কোনো ডাটা নেই বলে জানায় ইউএনএএমআই।

২০১৪ সালে নিহতের সংখ্যা ছিল ১২ হাজার ২শ’ ৮২ জন। আহতের সংখ্যা ছিল ২৩ হাজার ১শ’ ২৬ জন।

বাংলাদেশ সময়: ০৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।