ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে ৪৭ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
সৌদি আরবে ৪৭ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকা: সৌদি আরব ও এর প্রতিবেশি রাষ্ট্রগুলোয় বিভিন্ন সন্ত্রাসী হামলা ও হামলার পরিকল্পনাকারী ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। এদের মধ্যে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরও রয়েছেন।



শনিবার (০২ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয়।

এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও হামলার চেষ্টায় জড়িত ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ডে দণ্ডিতদের বেশিরভাগই ২০০৩ সাল থেকে ২০০৬ সালের মধ্যে সৌদি আরবে ও এর প্রতিবেশি দেশগুলোয় আল-কায়েদার বিভিন্ন হামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাদের বেশিরভাগই সৌদি আরবের নাগরিক বলেও বিবৃতিতে জানানো হয়।

শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমর ২০১১ সালে আরব বসন্তে নেতৃত্ব দেওয়া শীর্ষ ব্যক্তিদের একজন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫/আপডেট: ১৩৫২ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।