ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তেহরানে সৌদি দূতাবাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
তেহরানে সৌদি দূতাবাসে হামলা ছবি : সংগৃহীত

ঢাকা: শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইরানে সৌদি আরবের দূতাবাসে হামলা চালিয়েছে ইরানের বিক্ষুব্ধ জনতা।

সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রোববার (০৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।



খবরে বলা হয়, শনিবার (০২ জানুয়ারি) দেশটিতে সন্ত্রাসী হামলা চালানো ও এর পরিকল্পনার ঘটনায় অভিযুক্ত ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এর মধ্যে বিখ্যাত শিয়া নেতা নিমর আল নিমরও ছিলেন। ২০১১ সালে সৌদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আটক হয়েছিলেন তিনি।

কিন্তু সৌদি সরকার সন্ত্রাসী হিসেবেই তাকে দোষী সাব্যস্ত করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হওয়ার পরপরই এর প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উপসাগরীয় দেশ ইরান।

একই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরাকও।

শিয়া অধ্যুষিত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
 
রিয়াদকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সৌদি সরকারকে এই নীতি অবলম্বনের জন্য চড়া মূল্য দিতে হবে। ’

এর জবাবে শনিবারই রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তেহরানের প্রতিক্রিয়াকে ‘আগ্রাসী’ বলেও বলেও উল্লেখ করেছে রিয়াদ।

বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে নতুন করে ‘বিরোধে’ জড়িয়ে পড়ছে ইরান ও সৌদি।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬, আপডেট: ১১৫৫ ঘণ্টা
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।