ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনী কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
কলকাতায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনী কর্মকর্তা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: প্রজাতন্ত্র দিবসের অনুশীলনের সময় কলকাতায় এক সড়ক দুর্ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) দিকে এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করবে ভারত। আর এর প্রস্তুতির জন্য অন্যান্য দিনের মতো বুধবার সকালেও অনুশীলন করছিলেন বিমানবাহিনীর সদস্যরা। কর্পোরাল অভিমন্যু গড় (৩০) ছিলেন এর তত্ত্বাবধানে। রেড রোডে এ অনুশীলন হচ্ছিল। এ সময় জনসাধারণের চলাচলের জন্য সড়কটি বন্ধ ছিল।

স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে একটি অডি গাড়ি দ্রুতবেগে যাওয়ার সময় কর্পোরাল অভিমন্যুকে চাপা দেয়। পুলিশ গাড়িটি জব্দ করতে পারলেও এর চালক পলাতক রয়েছেন বলে জানানো হয়েছে খবরে।

গুরুতর আহত অবস্থায় অভিমন্যুকে মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।