ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হন্ডুরাসে বাস উল্টে ৩ মার্কিন নারী স্বেচ্ছাসেবী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
হন্ডুরাসে বাস উল্টে ৩ মার্কিন নারী স্বেচ্ছাসেবী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: হন্ডুরাসে বাস উল্টে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থী ও এক মার্কিন নারী স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) হন্ডুরাসের বিমানবন্দরে যাওয়ার পথে দেশটির রাজধানী তেগুসিগালপার একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



এ সময় বাসটি উল্টে দুমরে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ওই তিন নারী নিহত ও অন্তত ১২ মার্কিনি আহত হন।

বিমানবন্দর থেকে তাদের যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল। হতাহতেরা ছুটিতে স্বেচ্ছাসেবী হিসেবে হন্ডুরাসের গরিব মানুষকে সহায়তা করতে এসেছিলেন।

হন্ডুরাসের জন মন্ত্রণালয়ের মর্গের নারী মুখপাত্র ইসা আলভারাদো জানান, নিহত দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর বয়স ২০ ও ২১ বছর। এছাড়া স্বাস্থ্যসেবা কর্মীর বয়স ৪৫ বছরের মতো।

স্থানীয় ভ্যালে দি অ্যাঞ্জেলস অ্যাডভেন্টিস্ট হাসপাতালের প্রশাসক রেইনালদো ক্যানালেস জানান, আহতদের অবস্থা স্থিতিশীল।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা গ্লোবাল ব্রিগেডস’র ওয়েসাইটে বলা হয়েছে, ওই বাসে করে হন্ডুরাসে স্বেচ্ছাসেবী হিসেবে যাওয়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবকরা বিমানবন্দরে যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।