ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে পুলিশ হেডকোয়ার্টারে গাড়িবোমা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
তুরস্কে পুলিশ হেডকোয়ার্টারে গাড়িবোমা হামলায় নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের সিনার জেলায় গাড়িবোমা হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন।



দেশটির দিয়ারবাকির প্রদেশের সিনার জেলায় এ হামলা হয় বলে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, সিনার জেলায় পুলিশ হেডকোয়ার্টারের প্রবেশমুখে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ওই ভবনের পাশাপাশি নিকটবর্তী আরও কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত মা ও শিশু ওই আবাসিক ভবনগুলোরই কোনো একটার বাসিন্দা।

বোমার বিস্ফোরণ ঘটানোর পরপরই হামলাকারীরা পুলিশ হেডকোয়ার্টার লক্ষ্য করে রকেট হামলা চালায়।

এদিকে, একইদিন মারদিন প্রদেশের মিদিয়াত শহরের একটি পুলিশ স্টেশনেও হামলার ঘটনা ঘটেছে। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে কোনো সংগঠন এখন পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করে নেয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএইচ

** তুরস্কে পুলিশ প্রধান কার্যালয়ের সামনে বোমা হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।