ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাক-সিরিয়ায় তুর্কি স্থলবাহিনীর হামলায় ২০০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, জানুয়ারি ১৪, ২০১৬
ইরাক-সিরিয়ায় তুর্কি স্থলবাহিনীর হামলায় ২০০ জঙ্গি নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তুর্কি স্থলবাহিনী। এসব হামলায় অন্তত দুইশ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দেভোতগলু।



বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এ খবর জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

গত ১২ জানুয়ারির ইস্তাম্বুল হামলার সূত্র ধরেই এসব অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছেন দেভোতগলু। ওইদিন স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র সুলতানাহমেত জেলায় বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত ও ১৫ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএইচ

** তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণ, নিহত ১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।