ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্রোহীবিরোধী অভিযানের নিন্দা

তুরস্কে কুর্দিপন্থি ১২ শিক্ষাবিদ আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
তুরস্কে কুর্দিপন্থি ১২ শিক্ষাবিদ আটক ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কে কুর্দি বিদ্রোহীদের দমনে সরকারের সামরিক অভিযানের বিরুদ্ধে নিন্দা করে প্রকাশিত ঘোষণাপত্রে স্বাক্ষরকারী ১২ শিক্ষাবিদকে আটক করেছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (১৫ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কোসায়েলি ইউনিভার্সিটি থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানায়, আটক সবাই ওই ইউনিভার্সিটির প্রভাষক। পুলিশ আরও নয় শিক্ষাবিদকে আটকে অভিযানে রয়েছে।

রাষ্ট্রীয় প্রকৌঁসুলিরা জানান, তারা ওই শিক্ষাবিদদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। তাদের বিরুদ্ধে ‘রাষ্ট্রকে অপমান’ ও ‘সন্ত্রাসবাদী প্রচারণায়’ জড়িত থাকার অভিযাগ আনা হতে পারে।

এই ঘোষণাপত্রে স্বাক্ষরকারী এক হাজার শিক্ষাবিদের মধ্যে মার্কিন ভাষাবিদ, রাজনীতি বিশ্লেষক, যুক্তিবিদ ও দার্শনিক নোয়াম চমস্কিও রয়েছেন। এদের সবার কড়া সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান বলেছেন, ঘোষণাপত্রটি সন্ত্রাসবাদে উস্কানিমূলক।

তিনি বিচার বিভাগকে ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে করণীয় পালনেরও আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।