ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বুর্কিনা ফাসোর হোটেল থেকে ৩৩ জিম্মি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বুর্কিনা ফাসোর হোটেল থেকে  ৩৩ জিম্মি উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর একটি হোটেলে অভিযান চালিয়ে মুখোশধারী বন্দুকধারীদের হাতে জিম্মি থাকা ৩৩ জনকে উদ্ধার করেছে নিরপত্তা বাহিনী।

শনিবার (১৬ জানুয়ারি) দেশটির যোগাযোগ মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



এর আগে দেশটির স্থানীয় সময় শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেলটির বাইরে প্রথমে দু’টি গাড়ি বোমা হামলা চালায় মুখোশধারী বন্দুকধারীরা। এসময় অন্তত ২০ জন নিহত এবং ১৫ জন আহত হন।

এরপর তিন থেকে চার মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে এবং  হোটেলে থাকা দেশটির সরকারি পর্যায়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তাসহ অন্যান্যদের জিম্মি করে।

পরে জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী হোটেলের ভেতরে অভিযান শুরু করে।

এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে আরও বলা হয়েছে, উয়াগাদুগু বিমানবন্দরের কাছে অবস্থিত স্পেনডিড নামে ওই হোটেলটিতে জাতিসংঘের কর্মকর্তারা ও পশ্চিমা দেশগুলোর পর্যটকরা বুকিং নিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরএইচএস/এসএইচ

** বুর্কিনা ফাসোর হোটেলে বন্দুকধারীদের হামলা, নিহত ২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।