ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বুর্কিনা ফাসোর ক্যাফে থেকে ১০ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বুর্কিনা ফাসোর ক্যাফে থেকে ১০ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

ঢাকা: আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর একটি ক্যাফের ভেতর থেকে ১০ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে দেশটির শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ওই ক্যাফের পাশে অবস্থিত একটি হোটেলে হামলা চালায় মুখোশধারী বন্দুকধারীরা।

এ সময় তারা সেখানে অবস্থানরত ব্যক্তিদের জিম্মি করে।

হোটেলে হামলাকারীরাই ওই ক্যাফেতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রী পর্যায়ের এক কর্মকর্তা।

শনিবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সিমন কমপায়েরর বরাত দিয়ে জানানো হয়, উয়াগাদুগু বিমানবন্দরের কাছে অবস্থিত স্প্লেনডিড হোটেলের পাশে কাপসচিনো নামে একটি ক্যাফে থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে দেশটির স্থানীয় সময় শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেলটির বাইরে প্রথমে দু’টি গাড়ি বোমা হামলা চালায় মুখোশধারী বন্দুকধারীরা। এসময় অন্তত ২০ জন নিহত এবং ১৫ জন আহত হন।

এরপর তিন থেকে চার মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে এবং  হোটেলে থাকা দেশটির সরকারি পর্যায়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তাসহ অন্যান্যদের জিম্মি করে। পরে জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী হোটেলের ভেতরে অভিযান শুরু করে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরএইচএস/আরআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।