ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে তাইওয়ান

ঢাকা: তাইওয়ানে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্টের কার্যালয়ে উঠতে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রগেসিভ পার্টির (ডিপিপি) সাই ইং-ওয়েন। শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছেন তিনি।

ইং-ওয়েনের দল ডিপিপি ‘স্বাধীন তাইওয়ান নীতি’তে বিশ্বাসী।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ ফল প্রকাশ করে। এর আগে সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা। নির্বাচনে তাইওয়ানের প্রায় ১ কোটি ৮১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরই শুরু হয় গণনা। কিছু কেন্দ্রে ভোট গণনা চললেও এরইমধ্যে প্রাপ্ত ফল ইং-ওয়েনের নিরঙ্কুশ জয়লাভের স্পষ্ট বার্তা দেওয়ায় পরাজয় স্বীকার করেছেন ‘এক চীন নীতিতে বিশ্বাসী’ ক্ষমতাসীন কৌমিনতাং পার্টির (কেএমপি) এরিক চু। একইসঙ্গে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, ইং-ওয়েন পেয়েছেন ৫৮ দশমিক ১ শতাংশ ভোট। আর তা নিকটতম প্রতিদ্বন্দ্বী চু পেয়েছেন ৩২ দশমিক ৫ শতাংশ ভোট। এছাড়া বর্ষিয়ান রাজনীতিক পিপলস ফার্স্ট পার্টির জেমস সুং পেয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ ভোট।

সংবাদমাধ্যম বলছে, ইং-ওয়েনের পক্ষে ফলাফল তাইওয়ানিজদের চীন থেকে আলাদা হয়ে ‘একলা চলার’ অভিমতই প্রকাশ করছে।

এদিকে সংবাদমাধ্যম জানাচ্ছে, শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পার্লামেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা হচ্ছে এই নির্বাচনেও ফল ডিপিপির পক্ষে আসবে।

** তাইওয়ানে ভোট গ্রহণ শেষ, জরিপে এগিয়ে স্বাধীনতাপন্থিরা

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।