ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে মার্কিন সাংবাদিকসহ ৪ জনকে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ইরানে মার্কিন সাংবাদিকসহ ৪ জনকে মুক্তি ছবি : সংগৃহীত

ঢাকা: মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের তেহরান প্রতিনিধি জ্যাসন রেজাইয়ান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার সঙ্গে বন্দি আরও তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।



শনিবার (১৬ জানুয়ারি) তাদের মুক্তি দেওয়া হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। জ্যাসন রেজাইয়ানের বিরুদ্ধে ইরান নিয়ে গুপ্তরচরবৃত্তির অভিযোগ আনা হয়। এছাড়া, নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পাচারের অভিযোগ আনা হয়েছিল তার নামে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক সংবাদ বিবৃতিতে তাদের মুক্তির বিষয়টি জানান।

৩৯ বছর বয়সী রেজাইয়ানের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের শত্রু দেশগুলোর সঙ্গে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। এছাড়া ইরান-বিরোধী প্রচারণায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০১২ সাল থেকে তিনি ওয়াশিংটন পোস্টের তেহরান প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এসব অভিযোগে তার স্ত্রী ইয়েগানেহ সালেহীকেও আটক করা হয়েছিল।

মুক্তি পাওয়া বাকি তিনজনও মার্কিন নাগরিক। তারা হলেন, সাঈদ আবেদিনী (৩৫), আমির হিকমাতি (৩২) এবং নসরুল্লাহ।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।