ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলায় জড়িত আরও একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
প্যারিস হামলায় জড়িত আরও একজন আটক ছবি: সংগৃহীত

ঢাকা: গত বছরের শেষের দিকে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ‘সরাসরি জড়িত’ থাকার অভিযোগে এক বেলজিয়ান নাগরিককে আটক করেছে মরক্কোর আইন-শৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৮ জানুয়ারি) দেশটির কাসাব্লাঙ্কা শহর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।



মরক্কোর স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আটক ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এ যোগ দেওয়ার আগে সিরিয়ার আল-নুসরা নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

ফ্রান্সের একটি টেলিভিশনে প্যারিসে সন্দেহভাজন হামলাকারীদের মধ্য থেকে সালহা আবদেসালাম ও তার বন্ধু হামজার ছবি প্রকাশের এক সপ্তাহ পর ওই ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে পৃথক এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫৩ জনের প্রাণহানি ঘটে।

এ ঘটনায় বিভিন্ন সময় ‍অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।