ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদির সামরিক জোটের বিমান হামলায় সানায় ১৫ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
সৌদির সামরিক জোটের বিমান হামলায় সানায় ১৫ পুলিশ নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।



স্থানীয় একটি পুলিশ ভবন ও ট্রাফিক পুলিশের সদর দফতরে এই হামলা চালানো হয়।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে এ হামলার ঘটনা ঘটে। এদিন বাংলাদেশ সময় মধ্যরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

অবশ্য ইয়েমেনের পুলিশের দুটি সূত্র বলছে, নিহতের সংখ্যা ২৫ এবং আহত হয়েছেন ৩০ জনের বেশি।

ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদির সামরিক জোট যুদ্ধ চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে এই বিমান হামলা চালানো হয়।

জাতিসংঘের তথ্য মতে, গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলার ঘটনায় দেশটিতে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক লোক।

গত রোববার ইয়েমেনের বন্দর নগরী অ্যাদেনে নিরাপত্তা বিভাগের পরিচালকের বাসার পাশে একটি আত্মঘাতী কার বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। আহত হন আরও বেশ কয়েকজন।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬/ আপডেট: ০৩৩৫ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।