ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের জিহাদি জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আইএসের জিহাদি জন নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ‘জিহাদি জন’খ্যাত ব্রিটিশ নাগরিক মোহম্মদ এমওয়াজি নিহত হয়েছেন। জঙ্গি সংগঠনটির ইংরেজি ম্যাগাজিন ‘দাবিক’-এ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।



মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ ও জেমস ফলে’র শিরোশ্ছেদের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই জিহাদি জন বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। এছাড়া মার্কিন স্বেচ্ছাসেবক আবদুল-রহমান কাসিগ, ব্রিটিশ স্বেচ্ছাসেবক ডেভিড হেইনস ও অ্যালান হেনিং, জাপানি সাংবাদিক কেনজি গোতোসহ বেশ কয়েকজন বন্দিকে হত্যার ভিডিওতেও তাকে দেখা গেছে।

ব্রিটিশ গোয়েন্দারা পরে জানতে পারে, তার নাম মোহম্মদ এমওয়াজি। তবে আইএসে তাকে ‘আবু মুহারিব আল-মুহাজির’ নামে ডাকা হতো।

এর আগে গত বছর নভেম্বর মাসে মোহম্মদ এমওয়াজিকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে সে সময় পেন্টাগন জানায়, সিরিয়ার রাক্কায় মার্কিন সেনাদের পরিচালিত বিমান হামলায় জিহাদি জন নিহত হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিষয়টিতে নিশ্চিত হতে এখনও খোঁজখবর করা হচ্ছে। ১২ নভেম্বর দিনগত রাতে এ অভিযান পরিচালিত হয়।

মোহম্মদ এমওয়াজি কুয়েতে এক ইরাকি পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে তার পরিবার ব্রিটেনে চলে যায়। লন্ডন থেকে কম্পি‌উটার প্রোগ্রামিংয়ের ওপর তিনি ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।