ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস দমন না হওয়া পর্যন্ত ফ্রান্সে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আইএস দমন না হওয়া পর্যন্ত ফ্রান্সে জরুরি অবস্থা

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) পুরোপুরি দমন না করা পর্যন্ত ফ্রান্সে জরুরি অবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।

গত বছর ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের এলাকাগুলোয় ছয়টি পৃথক হামলার ঘটনা ঘটে।

এসব ঘটনায় ১৩০ জন নিহত হন। পরে আইএস হামলার দায় স্বীকার করে নেয়।

হামলার পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। কিন্তু দেশটির সংবিধান অনুযায়ী, সংকটময় পরিস্থিতিতে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারবেন। তবে এর মেয়াদ ১২ দিনের বেশি করতে হলে ফরাসি পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

সে অনুযায়ী পরবর্তী সময়ে পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে তিনমাস করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, জরুরি অবস্থার ব্যাপারে ফরাসি কর্তৃপক্ষের নতুন এ সিদ্ধান্ত দেশটির পুলিশকে আরও ক্ষমতা দিল। এর ফলে তারা যেকোনো জায়গায় অভিযান পরিচালনা ও যে কাউকে আটক করায় আরও স্বাধীনতা পেল।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।