ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

২০ রাজনীতিককে মুক্তি দিয়েছে মায়ানমার সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
২০ রাজনীতিককে মুক্তি দিয়েছে মায়ানমার সরকার প্রেসিডেন্ট থিন সেইন

ঢাকা: ২০ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে মায়ানমারের সেনা সমর্থিক সরকার।

শুক্রবার (২২ জানুয়ারি) তাদের মুক্তি দেওয়া হয় বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



মুক্তি পাওয়া ৪৪ বছর বয়স্ক রাজনীতিক সোয়ে জ বলেছেন, ১৪ মাস কারাবাসের পর তিনি মুক্তি পেলেন। শুক্রবার সকালে কারারক্ষীরা ২০ জন রাজনীতিককে ডেকে তাদের ছাড়া পাওয়ার খবর জানান।

গত বছর ৮ নভেম্বর মায়ানমারে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর এ নিয়ে প্রায় দেড় হাজার রাজনৈতিক বন্দিকে মুক্তি দিল প্রেসিডেন্ট থিন সেইনের সেনা সমর্থিত সরকার। ওই নির্বাচনে অং সাং সুচি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।