ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অরুণাচলে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
অরুণাচলে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ করেছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা।

রোববার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা মন্ত্রিসভার অনির্ধারিত বৈঠকে রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা শেষে এ সুপারিশ করা হয়।



এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের পরামর্শও নেওয়া হয়।

এদিকে, টুইটার বার্তায় কেন্দ্রের এ সুপারিশের তীব্র সমালোচনা করেছেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।

সূত্র জানিয়েছে, ক্ষমতাসীন বিজেপির মত অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকির শাসনে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ফলে সেখানে কেন্দ্রের শাসন জারির সুপারিশ করেছে তারা।

কেন্দ্রীয় সরকারের এ উদ্যোগের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। দলটির সাবেক মন্ত্রী কপিল সিব্বল একে এটি রাজনৈতিক অসহিষ্ণুতা হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।