ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

শীতের প্রকোপে তাইওয়ানে ৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, জানুয়ারি ২৫, ২০১৬
শীতের প্রকোপে তাইওয়ানে ৬০ জনের মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকা: শীতের প্রকোপ ও শৈত্য প্রবাহে পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই বয়স্ক বলে জানা গেছে।



স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার (২৫ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে দেশটির ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিস জানায়, গত দু’দিন ধরে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এদের মধ্যে শীতের প্রকোপে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি।

রাজধানী তাইপেসহ নিউ-তাইপে, পিংটাং শহরে শীতের প্রকোপ বেশি। এসব স্থানে বয়স্ক নাগরিকদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির সাধারণ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। তবে জানুয়ারি মাসে তা ১৪ থেকে ১৯ ডিগ্রিতে ওঠানামা করে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।