ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ার উপকূলে ১৩ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
মালয়েশিয়ার উপকূলে ১৩ মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ার উপকূলে ১৩ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জহর প্রদেশের বন্দর পেনাওয়ার শহরের উপকূলে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



এর আগে ৩৫ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যায় মালয়েশিয়ার উপকূলে। এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করে দেশটির উদ্ধারকারী দল।

জেলা পুলিশের প্রধান রহমত ওসমান বলেছেন, নৌকাটি ইন্দোনেশিয়া থেকে এসেছিল। এতে অবৈধ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের বহন করা হচ্ছিল।

জাকার্তা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসির বলেছেন, নিহত ১৩ জনের মধ্যে কয়েকজন ইন্দোনেশীয়। তাদের পরিচয়পত্র থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।