ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ঘুষ নেওয়ার অভিযোগে জাপানের অর্থমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ঘুষ নেওয়ার অভিযোগে জাপানের অর্থমন্ত্রীর পদত্যাগ

ঢাকা: ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় জাপানের অর্থমন্ত্রী আকিরা আমারি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) তিনি পদত্যাগ করেন বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



এর আগে দেশটির একটি ম্যাগাজিনের একটি প্রতিবেদনে আকিরা আমারির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়। এতে বলা হয়, জাপানের একটি নির্মাণ প্রতিষ্ঠানের একজন নির্বাহীর কাছ থেকে ঘুষ নিয়েছেন তিনি।

অভিযোগটি অস্বীকার করে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আকিরা বলেন, একজনের সামনেই নিজের পকেটে ঘুষ নেওয়ার অর্থ হলো, মানুষ হিসেবে আমার সম্মানবোধের ঘাটতি রয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করলেও এর কিছু পরই তিনি পদত্যাগ করেন বলে খবর প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।