ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২৪ ভিক্ষুকের মৃত্যুর ঘটনায় মন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০
২৪ ভিক্ষুকের মৃত্যুর ঘটনায় মন্ত্রী বরখাস্ত

বেঙ্গালোর: ভারতের বেঙ্গালোরে ২৪ জন ভিক্ষুকের মৃত্যুর ঘটনায় কর্ণাটকের সমাজ কল্যাণ মন্ত্রী ডি.সুধাকরকে বরখাস্ত করা হয়েছে। গতসপ্তাহে সরকারি বস্তিতে ওই মৃত্যুর ঘটনা ঘটে।

সরকারি কর্মকর্তারা শনিবার এ কথা জানায়।

গত সপ্তাহে ভারতের স্বাধীনতা দিবসের দিন খাবার খেয়ে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে কয়েকজন ভিক্ষুক জানিয়েছেন। তবে অন্যরা জানিয়েছেন  অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের কারণে অসুস্থতায় তাদের মৃত্যু হয়েছে।

কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রী ভিসি আচারাও গত শুক্রবার ভিক্ষুকদের ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি বলেন চিকিৎসকরা সার্টিফিকেট দিয়েছে তাদের মৃত্যু স্বাভাবিক ছিল। তবে তিনি মৃত্যুর ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

তিনি কর্মকর্তাদের ভিক্ষুক ক্যাম্পে মানসম্মত খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ঘণ্টা, আগস্ট ২১,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।