ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে অনলাইনে ট্রেনের টিকেট ৬টির বেশি নয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ভারতে অনলাইনে ট্রেনের টিকেট ৬টির বেশি নয় ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে অনলাইনে একজন ব্যক্তি প্রতি মাসে মোট ছয়টি ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন। একটি ইউজার আইডি থেকে মাসে ক্রয় করা যাবে এই ৬টি টিকেট।

যা কার্যকর হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে।

দেশটির রেল মন্ত্রণালয় এমনই সিদ্ধান্ত দিয়েছে। এর আগে, দেশটিতে অনলাইনে মাসে মোট ১০টি টিকেট কাটা যেতো।

রেল মন্ত্রণালয় বলছে, ৬টির বেশি আর ক্রয় করা যাবে না। তাদের বক্তব্য, যারা মাসে ১০টি টিকেট কাটেন তাদের মধ্যে অন্তত ১০ শতাংশই দালাল-ফড়িয়া। মূলত তাদের দমনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, এমন সিদ্ধান্তে অনেক যাত্রীদের মধ্যে ক্ষোভও দেখা গেছে। যাত্রীরা বলছেন, যাদের বড় পরিবার কিংবা প্রতি সপ্তাহে যাতায়াত তাদের এ সিদ্ধান্ত বিপাকে ফেলবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।