ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাঠানকোট হামলার তদন্ত শিগগির শেষ করবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
পাঠানকোট হামলার তদন্ত শিগগির শেষ করবে পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়েছেন, ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসীদের প্রাণঘাতী হামলার ঘটনায় তার দেশ যে তদন্ত করছে তা শিগগির শেষ করা হবে।

তিনি বলেন, যদি আমাদের মাটি ওই হামলায় ব্যবহার হয়ে থাকে তবে তা উন্মোচিত করার দায়িত্ব আমাদের।

আমরা তা করবো এবং চলমান তদন্ত শিগগির শেষ করবো।

শনিবার (৩০ জানুয়ারি) লাহোরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন নওয়াজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ইসলামাবাদ সফর করে যাওয়ার মধ্য দিয়ে নির্ধারিত ইসলামাবাদ-নয়াদিল্লি সংলাপ সঠিক পথেই এগোচ্ছে। পাঠানকোট হামলা নিশ্চিতভাবেই ওই সংলাপ ব্যাহত করার অপচেষ্টা ছিল।

২ জানুয়ারি ভোরে পাঞ্জাবের বিমানঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় সামরিক বাহিনীর সাত সদস্য ও আরও ২২ জন আহত হয়। হামলার পর ১৫ জানুয়ারি পাকিস্তান ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়।

হামলার ঘটনায় নরেন্দ্র মোদি ফোন করে নওয়াজের সঙ্গে আলাপ করলে তিনি ঘটনা তদন্তে গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। ওই কমিটিই তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।