ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এল সালভেদরের সাবেক প্রেসিডেন্ট ফ্লোরেসের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এল সালভেদরের সাবেক প্রেসিডেন্ট ফ্লোরেসের জীবনাবসান ছবি : সংগৃহীত

ঢাকা: মধ্য আমেরিকার দেশ এল সালভেদরের সাবেক প্রেসিডেন্ট ফ্র্যান্সিসকো ফ্লোরেসের জীবনাবসান হয়েছে।

রাজধানী স্যান সালভেদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শনিবার (৩০ জানুয়ারি) মৃত্যু হয়েছে তার।

এসময় তার বয়স হয়েছিল ৫৬ বছর।

ফ্লোরেসের স্বজন ও রাজনৈতিক দলের বরাত দিয়ে শনিবার বিকেলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সংবাদমাধ্যম বলছে, সাবেক প্রেসিডেন্ট মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গেছেন। জরুরি একটি অস্ত্রোপচারের পর তিনি ওই হাসপাতালে কোমায় ছিলেন।

১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করা ফ্লোরেস দুর্নীতির দায়ে ২০১৪ সালের নভেম্বর থেকে গৃহবন্দি ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।