ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে পুলিশের ঘাঁটিতে বোমা হামলা, বেশ ক’জন হতাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
কাবুলে পুলিশের ঘাঁটিতে বোমা হামলা, বেশ ক’জন হতাহত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্টের কাছে পুলিশের একটি ঘাঁটিতে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে। এতে বেশ ক’জনের হতাহতের খবর মিলেছে।



সোমবার (১ ফেব্রুয়ারি) কাবুলের মধ্যাঞ্চলের ওই ঘাঁটিতে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, হামলার পর ঘটনাস্থলে বেশ ক’জনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে, তার সংখ্যা জানাতে পারেননি তিনি।

হামলার পর ঘটনাস্থলে ছুটে গেছে বেশ কিছু অ্যাম্বুলেন্স। নিরাপত্তা বাহিনী এ বিষয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেনি।

এর আগে, গত বছরের জুনে দেশটির পার্লামেন্ট ভবনে তালেবান হানায় হামলাকারীসহ ১২ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।