ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০১৬

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু

ঢাকা: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে দেশব্যাপী প্রার্থী নির্বাচন প্রক্রিয়া। চলতি বছর নভেম্বরে যুক্তরাষ্ট্র তার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন করবে।

এরই অংশ হিসেবে ২০১৫ সাল থেকেই সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন।

প্রার্থী নির্বাচনের প্রক্রিয়ায় সর্বপ্রথমেই রয়েছে আইওয়া অঙ্গরাজ্য। এ রাজ্যে এরই মধ্যে প্রক্রিয়াটির সূচনা ঘটেছে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ভোটদাতারা আইওয়ার বিভিন্ন স্কুল, চার্চ ও অন্যান্য কেন্দ্রে বৈঠক করছেন, নির্বাচন প্রক্রিয়ায় নিজের মনোনীত প্রার্থীর পক্ষে জনসংযোগ করছেন।

তবে যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোর প্রাথমিক ভবিষ্যদ্বাণী বলছে, শেষ পর্যন্ত ডেমোক্রেট দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন দেশটির সাবেক ফার্স্টলেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই। আর রিপাবলিকানদের হয়ে লড়বেন আলোচিত-সমালোচিত ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।