ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনে অন্তঃসত্ত্বা জিকা ভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
স্পেনে অন্তঃসত্ত্বা জিকা ভাইরাসে আক্রান্ত

ঢাকা: এবার ইউরোপ মহাদেশেও দুরারোগ্য জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। স্পেনে এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



ইউরোপে এটাই কোনো জিকা ভাইরাসে আক্রান্ত রোগী বলে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, জিকা ভাইরাসে আক্রান্ত স্পেনের ওই নারী সম্প্রতি কলম্বিয়া থেকে দেশে ফিরেছেন। তিনি দেশটির উত্তর-পূর্ব কাতালোনিয়া অঞ্চলে থাকেন।

ধারণা করা হচ্ছে সেখানেই সংক্রমিত হয়েছেন তিনি। তবে ওই নারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের খবর, দক্ষিণ আমেরিকাসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশেই জিকা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলসহ অন্যান্য দেশের মায়েদের গর্ভে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে শিশু জন্মের ঘটনা বাড়ছে।

প্রতিবন্দ্বী সংক্রান্ত সমস্যার জন্যে এডিস মশাকেই দায়ী করে আসছেন চিকিৎসা বিজ্ঞানীরা। শুধু গর্ভবতী মায়েদেরই নয় সম্প্রতি যুক্তরাষ্ট্রে যৌন সম্পর্কের কারণেও এ ভাইরাস ছড়ার ঘটনা ঘটেছে।

এখনও এ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র এ মহামারী থেকে মানুষকে রক্ষা করতে ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

তারা বলছেন, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে পাবলিকলি না হলেও এ ভাইরাসের ভ্যাকসিন আক্রান্তদের শরীরে প্রয়োগ করা যাবে।

এদিকে জিকা ভাইরাস সংক্রমণের ঘটনায় ব্রাজিলসহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।