ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দ. আফ্রিকায় খনির ওপর ভবন ধস, আটকে পড়েছে ৮৭ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
দ. আফ্রিকায় খনির ওপর ভবন ধস, আটকে পড়েছে ৮৭ শ্রমিক

ঢাকা: দক্ষিণ আফ্রিকায় একটি সোনার খনির ওপর ভবন ধসে পড়েছে। এতে সেখানে আটকা পড়েছে অন্তত ৮৭ শ্রমিক।



শুক্রবার (৫ ফেব্রুয়ারি) পূর্বাঞ্চলীয় শহর বার্বাতোনের মাকোঞ্জাবান সোনার খনিতে এ দুর্ঘটনা ঘটে। শ্রমিক ইউনিয়নের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

শ্রমিক ইউনিয়নের মুখপাত্র মানজিনি জুনগু বলেন, শুক্রবার মাকোঞ্জাবান খনির ওপর পার্শ্ববর্তী একটি ভবন ধসে পড়ে। এতে খনির নিচে আটকা পড়ে ৫২ জন। আর ধসে পড়া ভবনের নিচে আটকা পড়ে আরও ২৫ জন।

তবে, কী কারণে ভবনটি ধসে পড়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ভবন ধসে পড়ার পর উদ্ধারকৃতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আটকে পড়া অন্যদের উদ্ধারে তৎপরতা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।