ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে ‍তাইওয়ানে ১৭তলা ভবন ধস, উদ্ধার ১২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৯, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ভূমিকম্পে ‍তাইওয়ানে ১৭তলা ভবন ধস, উদ্ধার ১২৩ ছবি: সংগৃহীত

ঢাকা: ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ানে ১৭তলা একটি ভবন ধসে পড়েছে। অগ্নিনির্বাপক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।



এদিকে ধসে পড়া ভবনটি থেকে ১২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে শেষ খবর পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এছাড়া আরোও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাথমিক ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৭ বলে জানায় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পরে তা কমিয়ে ৬.৪ বলে সংস্থাটি। এছাড়া কোনো সুনামি সর্তকতাও জারি করা হয়নি।

বাংলাদেশ সময় শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।