ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার সাবেক ফার্স্ট লেডির জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
সিরিয়ার সাবেক ফার্স্ট লেডির জীবনাবসান ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মা ও সাবেক ফার্স্ট লেডি আনিসা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।



রোববার (০৭ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী দামেস্কের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সাবেক ফার্স্ট লেডি আনিসা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের স্ত্রী।

খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আনিসা। ২০১২ সালের আগ পর্যন্ত চিকিৎসার জন্য বেশ কয়েকবার তাকে জামার্নিতেও যেতে হয়েছিল।

১৯৫৭ সালে বাশার আল হাফিজকে বিয়ে করেন আনিসা। তাদের পাঁচ ছেলে-মেয়ে রয়েছেন, যাদের তিনজন বেঁচে আছেন।

সিরিয়ার লাতাকিয়া অঞ্চলের ধনাঢ্য পরিবারে জন্ম নেওয়া আনিসা বিয়ের পর খুব কমই লোক সম্মুখে আসতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।