ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অনলাইন ডেটিংয়ে বাড়ছে ধর্ষণের হার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
অনলাইন ডেটিংয়ে বাড়ছে ধর্ষণের হার

ঢাকা: অনলাইন ডেটিংয়ে ধর্ষণের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে যুক্তরাজ্যে। এক হিসাবে জানা গেছে, ডেটিং অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ হওয়া জুটিদের ক্ষেত্রে ধর্ষণের হার গত পাঁচ বছরে ছয়গুণ বেড়ে গেছে।



যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) জানিয়েছে, শুধুমাত্র ২০১৪ সালেই অনলাইন ডেটিং সংক্রান্ত ধর্ষণের অভিযোগ এসেছে ১৮৪টি। ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৩৩টি। আর এসব অভিযোগের ৮৫ শতাংশই এসেছে নারীদের কাছ থেকে। এর মধ্যে ২০ থেকে ২৯ বছরের মধ্যে বয়সী ৪২ শতাংশ ও ৪০ থেকে ৪৯ বছরের মধ্যে বয়সী ২৪ শতাংশ নারী ধর্ষণের শিকার হয়েছেন।

এনসিএ’র ধারণা, এ সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ এমন পরিপ্রেক্ষিতে অনেকেই লজ্জা ও সামাজিকতার ভয়ে অভিযোগ করা থেকে বিরত থাকেন।

সংস্থাটি আরও জানিয়েছে, যুক্তরাজ্যে ৯০ লাখেরও বেশি মানুষ কোনো না কোনো অনলাইন ডেটিং ওয়েবসাইটে নিবন্ধন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।