ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ সৈন্য নিহত

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বলখার সামরিক ঘাঁটির কাছাকাছি একটি মিনিবাসে আত্মঘাতী বোমা হামলায় তিন সৈন্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ সৈন্য।



সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে।

বলখ প্রদেশের গভর্নরের মুখপাত্র মুনীর আহমদ ফরহাদ বলেন, আত্মঘাতী হামলাকারী দাদাদি জেলায় হেঁটে সৈন্যবাহী যানটিকে লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। এ ঘটনায় তিনজনের প্রাণহানি ও ১৮জন আহত হয়েছেন।

এদিকে হামলার দায় স্বীকার করে ইমেইলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।