ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে আইএস

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) চলতি বছরেই সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে মনে করছে দেশটির গোয়েন্দা সংস্থা।

এ লক্ষে আইএস ইরাক ও সিরিয়ার দখলকৃত অংশ থেকে বাইরেও নিজেদের কর্মকাণ্ড সম্প্রসারিত করছে।



মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) এমনই আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার।

এদিন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেটের এক শুনানিতে অংশ নিয়ে তিনি এ আশঙ্কার কথা জানান।

এ সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক লে. জেনারেল ভিনসেন্ট স্টুয়ার্ট আশঙ্কা ব্যক্ত করেন, আইএস হামলা চালাতে পারে ইউরোপের বিভিন্ন স্থানে। এরপর তারা সরাসরি হামলা করবে আমেরিকায়।

ক্ল্যাপার আরো বলেন, আইএস ও বিশ্বব্যাপী এর ৮টি শাখা বিশ্বের শীর্ষ সন্ত্রাসী সংগঠন। এরা ইরাক ও সিরিয়া থেকে আশা শরণার্থীদের সঙ্গে মিশে অন্যান্য দেশে যেতে পারেন।

২০১৫ সালেই যুক্তরাষ্ট্রে আইএসের সঙ্গে জড়িত অভিযোগে অন্তত ৫ ডজন লোককে আটক করা হয়েছে বলে ক্ল্যাপার জানান।
 
বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।