ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ট্রেন দুর্ঘটনায় শতাধিক আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
মিশরে ট্রেন দুর্ঘটনায় শতাধিক আহত

ঢাকা: মিশরের রাজধানী কায়রোতে এক ট্রেন দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে কায়রোর দক্ষিণাঞ্চলে আসওয়ান এলাকা থেকে কায়রো অভিমুখী একটি ট্রেন দুর্ঘটনার মুখে পড়ে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



খবরে জানানো হয়, রেললাইনে পড়ে থাকা একটি কংক্রিট ব্লকের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় এর একটি বগি লাইন থেকে কয়েক মিটার শূন্যে উঠে যায়। তবে এ ঘটনায় কেউই গুরুতর আহত হননি। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।