ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে স্কুল বাস-ট্রাক সংঘর্ষে ৬ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ফ্রান্সে স্কুল বাস-ট্রাক সংঘর্ষে ৬ শিশু নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: ফ্রান্সে একটি স্কুল মিনিবাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাত্র একদিন আগে দেশটিতে অপর এক স্কুল বাস দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় দেশটির পশ্চিমাঞ্চলীয় শারেন্তে-মেরিটাইম অঞ্চলের রোচফোর্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

১৭ শিশু বহনকারী স্কুল বাসটি দুর্ঘটনায় তিন শিশু আহত হয়েছে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ফ্রান্সের পূর্বাঞ্চলে সুইস বর্ডারের কাছে অপর এক স্কুল বাস দুর্ঘটনায় ১২ ও ১৫ বছর বয়সী দুই শিশু নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।